কোন এক সোনালী ভোরে,
জানালা ঘেঁষে
দাঁড়ালাম এসে
চিলেকোঠার ঘরে।
হাল্কা আলো ফুটেছে সবে
এখনো সূর্য উঠতে বাকী,
এই আলোতে খাবার খুঁজছে
তিনটে চড়ুই পাখি।
দূরে গাছে পাতা নড়ছে
মনে হলো কেউ আছে,
হাল্কা আলোতে ঝাপসা সবি
দেখবো কি গিয়ে কাছে?
কৌতূহলে বেড়িয়ে আমি
দেখি কাছে গিয়ে,
ওখানে তো খেলা করছে
বুলবুলি আর টিয়ে।
হঠাৎ কানে ভেসে আসলো
কোকিলের ডাক,
বাগানেও বেশ ফুল ফুটেছে
উড়ছে প্রজাপতির ঝাঁক।
প্রকৃতির এই রুপ দেখে আজ
জুড়িয়ে গেলো আঁখি,
বসন্ত এসে গেছে
গানে গানে বলে পাখি।