বোকা দাঁড় কাক,
একাকী চেয়ে থাকে আকাশ পানে,
বৃষ্টিতে ভিজবে তাই!

শরতের সাদা মেঘ,
ভাসছে তুলোর মতো, নীল আকাশে
চারিদিকে কাশফুল দুলছে বাতাসে।
বকেরা উড়ছে আকাশে আপন মনে;
বক বলে,ও কাক ভাই!
শুনছো,
নদীর মাঝে দুলছে নৌকো;
কলমি-লতা,পদ্মরা ভাসছে জলে।
যাবে নাকি?ঐ নদীটির মাঝে,
মাঝিরা ফেলছে জাল
ধরছে মাছ ঝাকে ঝাকে,
বোকা দাঁড় কাক চুপ করে বসে থাকে!

এমনি করে দিন চলে যায়
বোকা দাঁড় কাক একাকী বসে রয়!

চারিদিকে আজ নতুন ধানের গন্ধ,
সরষে ফুলে ছেয়ে গেছে মাঠ ঘাট।
জোড়া শালিকেরা করছে খোশগল্প!

কিন্তু দাঁড় কাকের চোখ দুটি বন্ধ,
এতো কিছু তারে
করছে না আজ স্পর্শ।
বোকা দাঁড় চেয়ে থাকে আকাশ পানে,
বৃষ্টিতে ভিজবে বলে!

উত্তরীর হাওয়া বয়,
বোকা দাঁড় কাক বাঁশের ঐ আগায়,
ঠায় বসে রয়!
চেয়ে থাকে আকাশ পানে,
বৃষ্টিতে ভিজবে তাই!

দাঁড় কাকের আজ ভীষণ মন খারাপ,
তার সঙ্গিনীর তরে!
ফাগুনের হাওয়া তাই, লাগছে না
দাঁড় কাকের শরীরে।

চারিদিকে দুলছে
পলাশ,শিমুল,কৃষ্ণচূড়া!
গাছের ঐ ফুল শাখায় দুলছে
ফিঙে,শ্যামা, বুলবুলিরা!
থেকে থেকে শোনা যায়,
কোকিলের গান!
রিক্ত মলিন ধরায়
ফিরে এলো প্রাণ।

তবুও,বোকা দাঁড় কাক
চুপ করে বসে রয়!

অবশেষে,আকাশে ঘনিয়ে এলো মেঘ;
কালো মেঘে ছেয়ে গেলো
সমস্ত আকাশ!
চারিদিকে উঠেছে উত্তাল বাতাস।

বোকা দাঁড় কাক!বসে আছে
বাঁশের আগায়!
বৃষ্টিতে ভিজবে,সেই আশায়!

বৃষ্টি হবে কি?