এখানে রাত্রি মানে ভয়
প্রতিটি ক্ষনে
বিপদের আশঙ্কা রয়,
এখানে রাত্রি মানে
চোখে হাজারো স্বপ্ন দীপ্তিময়;
এখানে রাত্রি মানে নিস্তব্ধতা
অনেক গ্লানি, পরাজয়ের বিষন্নতা।
এখানে রাত্রি মানে
কনকনে শীতের নির্মম বাস্তবতা,
এখানে রাত্রি মানে
নাগরিক ব্যস্ততা।
এখানে রাত্রি মানে
মায়েদের নির্ঘুম দু'চোখ;
এখানে রাত্রি মানে
কত শত হাসি-কান্না,
উল্লাস আর সুখ।
এখানে রাত্রি মানে
ঘুম ঘুম চোখে
পীথাগোরাসের উপপাদ্য,
এখানে রাত্রি মানে
অজানা কত উপন্যাস আর গদ্য।
এখানে রাত গভীর
চারদিকে অন্ধকার, নিরবতা;
নিশাচর আর ঝিঝি পোকার ডাক।
এখানে রাত্রি মানে একাকিত্ব
একা আমি একান্তই আমার!