ও জোনাকি ও জোনাকি যাও না কেন উড়ে
যাওনা কেন পিদিম জ্বেলে অনেক দূরে দূরে
চাঁদ মামাটা ঘুমায় নাকি জোছনা কোথায় রাতে
খোকন সোনা নেয় না কেন দুধভাতটা পাতে।
প্রজাপতি প্রজাপতি কোথায় তুমি থাকো
তোমার রঙিন ডানা দুটো লুকিয়ে কেন রাখো
যায় না দেখা ফুল বাগানে কিংবা সুবজ মাঠে
বলো দেখি সময় তোমার কেমন করে কাটে?
ও রজনীগন্ধা ফুলটা খুঁজি তোমায় রাতে
তোমার সুবাস পায় না কেন রাতের শেষে প্রাতে
ভোরের হাওয়া বয় না কেন শীতল পরশ দিয়ে
ভোরের পাখি গায় না কেন বাসা ছেড়ে গিয়ে।
ছোট্ট খোকা সবার কাছে প্রশ্ন রাখে যেই
বলল সবাই,শোকের ভারে হারিয়েছে খেই
কার জন্য শোকের মাতম চোখে লোনা জল?
জাতির পিতা ঘুমিয়ে আছে টুঙ্গিপাড়া চল।