আমার কাছে এ পৃথিবীর সবচে প্রিয় মা
কখ্খনো এ মাকে আমি ভুলে থাকব না
তোমরা বল মা ছাড়া কি বাঁচতে পারে কেউ
মা নেই যার জীবনটা তার অথৈ নদীর ঢেউ।
মায়ের সকল আদর সোহাগ আমায় আছে ঘিরে
মা যে আমার মুক্তা মানিক পান্না মতি হীরে।
ছোট্ট যখন একটু ভুলে সবার বকা খেতাম
মায়ের হাতের পরম আদর সোহাগ তখন পেতাম
মুচকি হেসে বলতো খোকা খেলবি মাঠে যা
একটু ব্যথা পেলে কভু মা বলতো আহ!
দুপুর রোদে খেলতে মানা অসুখ যদি হয়
গাছে উঠলে বুক কাঁেপ মা’র
পড়ে যদি যায় ভেঙ্গে হাড়
আমায় নিয়ে মায়ের মনে হাজার রকম ভয়।
খুব বিপদে পড়ে যখন হারিয়ে ফেলি খেই
শক্তি সাহস যোগায় সে মা পাহাড় ডিঙ্গিয়েই
পান থেকে চুন খসলে বল লক্ষীছাড়া ছেলে
মা বলে কি এমন ছেলে হাজারটাতে মেলে ?
মা যে আমার সবচে প্রিয় সবার সেরা মা
কারো মাকে কেউ কখনো দুঃখ দিও না।