ঘুটঘুটে এক আঁধার রাতে সবাই জেগে উঠি
কি হলো ভাই কি হলো আজ মেঝেতে যায় লুঠি
ক্ষণে ক্ষণে গুড়ুম গুড়ুম গুলির আওয়াজ আসে
বাড়ির পরে জ্বলছে বাড়ি কালো ধোঁয়া ভাসে।
মোয়াজ্জিনের কন্ঠে আযান যায় শোনা যায় দূরে
ভোরের পাখি বাসা ছেড়ে আতংকে যায় উড়ে
থমথমে এক পরিবেশে ভয়ে ভয়ে চলা
হাত ইশারায় চুপি চুপি চলে কথা বলা।
ডাইনে-বাঁয়ে পাক সেনাদের জলপাই রঙ গাড়ি
লাশ পড়েছে পথেঘাটে কি যে আহাজারি
সকাল হলে কান্নার রোল কেউ হারালো বাবা
মা হারালো ছেলেকে তার দুশমনদের থাবা।
সেই যে পচিঁশ মার্চোর রাত যুদ্ধ হলো শুরু
ঘুম টুটে যায় বিপদ দিনে বুকটা দরু দুরু
দিনে দিনে সারাদেশে ছড়িয়ে পড়ে যুদ্ধ
সব বাঙালি এক হয়ে যায় বিক্ষোভে বিক্ষুদ্ধ।
মুক্তি হয়ে যুদ্ধে নামে শক্রু খতম করে
ন’মাস পরে বিজয় আসে ষোলই ডিসেম্বরে।