শিউলি ফোটার দিন এসেছে ফুটছে গাছে গাছে
হরেক পাখি গান ধরেছে দোয়েল কোয়েল নাচে
শিশির ভেজা সাত সকালে কচি রোদের কণা
সূর্যমুখী ফুল ফুটেছে যেন সাপের ফনা।

নদীর ধারে কাশের ঝাড়ে ফুটছে সাদা সাদা
মায়ের শাড়ির আঁচল কিনা লাগছিল বেশ ধা-ধা
এত ফুলের সমারোহ কেউ কুড়িয়ে নিচ্ছে না
শুকিয়ে গিয়ে উড়িয়ে যাবে বাতাস হানা দিচ্ছে না।

দুর্গা অপু কোথায় তারা দেখতে কি পাও কেউ
মাঠের পরে কাশের বনে সমুদ্রেরই ঢেউ
চুপি চুপি কেউ যাবে কি দেখতে নদীর জল
রাতের রাণী জোসনা সেথায় খুব করে ঝলমল।

শিশির ঝরে টাপুর টুপুর টাপুর টুপুর টুপ
কেউ কি প্রিয় কাউকে তখন ভাবতে থাকে খুব
চাঁদের আলোয় কাশের বনে পড়ে গেল সারা
রাত জেগে সেই ছবি দেখে হলাম আত্নহারা।