শঙ্খ নদী শঙ্খ নদী বলছি তোমায় শোনো
আকাশ জুড়ে হাজার তারা তুমি কি তা গনো
কোন তারাটার কি নাম হবে বলতে তুমি পারো
ছল চাতুরি ছাড়ো
কোনটা গ্রহ কোনটা তারা চেনো কি গো তুমি
আকাশটাকে ভাবো বুঝি বিশাল মরুভূমি ?

সত্যি তুমি ভীষণ বোকা
দিচ্ছো বারেবারে ধোকা
মানুষেরই করতো পারো সর্বনাশটা তুমি।

যখন আসে আষাঢ় শ্রাবণ তখন চল ধেয়ে
সুখের গানটি গেয়ে
তোমার বুকের জলের ধারা দুপাড় ভেঙ্গে সারা
ঘর ভেঙ্গে দেয় দোর ভেঙ্গে দেয় ভাঙে পুরো পাড়া
পাহাড় থেকে নামাও তুমি অঝোর জলের ধারা
তোমার কত তাড়া।

নৌকা ডুবে মানুষ মরে ফলস ডুবাও জলে
পত্রিকা ও টেলিভিশন তোমার কথাই বলে।
শঙ্খ নদী শঙ্খ নদী রাগ করো কার সাথে
চাঁদের আলোয় সাজো তুমি পূণিমারই রাতে
তখন তুমি কি অপরুপ
কোনটা তোমার আসল স্বরূপ
যায় না বোঝা তাতে।

বলছি তোমায় শোনো নদী চাঁদকে দেখে শেখো
চাঁদের মতো সবার প্রতি ভালোবাসা রেখো।