রিমঝিম রিমঝিম দিনভর বৃষ্টি
জল ভরা উঠোনেই খেলে যায় সৃষ্টি
কাগজের নাওখানি
পাল তুলে চলছে
পায়েলটা একা একা যেন কথা বলছে।

স্কুল বন্ধ
পল¬ীর খুশি হায়
মাঠ ঘাট ভরে গেছে পথ চলা বড় দায়
লোকজন ভেলা নিয়ে
ঘুরছে তো ঘুরছে,
কোলা ব্যাঙ ধরে গান পানকৌড়ি উড়ছে।

বিলে বিলে
যত জেলে
মাছ ধরা উৎসব,
রংধনু ছুড়ে দেয় তার রং সব সব।
রিমঝিম রিমঝিম ছন্দ কী সুমধুর
আম-জাম-কাঁঠালের ঘ্রাণে মৌ ঝুরঝুর।