রাতটা যখন নিঝুম নিঝুম কেউ জেগে নেই কেউ
জাগছি আমি আকাশের চাঁদ শঙ্খ নদীর ঢেউ।
একটা সাদা মেঘ উড়ে যায়
দেখছি আমি যাচ্ছে কোথায়
আমি ও তার সঙ্গি হয়ে করেছি সব পাঠ
পৌঁছে গেলাম শঙ্খ নদীর ঘাট।
সুন সান সুন কান পেতে শোন জলের শব্দ আসে
চাঁদকে দেখি শঙ্খ নদীর জলের উপর ভাসে
ঢেউগুলো সব করে কলরব
কে ছোঁবে চাঁদ বাড়িয়ে দেয় হাত
চেয়ে চেয়ে দেখি আমি ধূ ধূ বালুচর
যেখানটাতে ছিল আমার দাদার বাড়িঘর।
রাতটা যতই বাড়তে ছিল চাঁদটা নেমে আসে
হাত বাড়ালেই ছোঁতে পারি আমার এক নিশ্বাসে।
কিন্তু সে তো দেয় না ধরা
কে পড়াবে হাতে কড়া
সমুদ্রে দেয় ডুব
মুয়াজ্জিনের আযান ধ্বনি লাগছে ভালো খুব
পায়ে পায়ে পৌঁছি ঘরে পা ধুয়েছি ঘাসে
মায়ের মতো চাঁদখানাকে সবাই ভালোবাসে।