রাস্তা দিয়ে আমরা চলি প্রয়োজনে
যখন তখন বেরিয়ে পড়ি আপন মনে
যাচ্ছে গাড়ি সারি সারি জোরসে ছুটে
বুক খানা তার ভূকম্পনে নেচে ওঠে।
ব্যাথা পেলেও বলছে না সে উহ উহ করে
মুখচোরা সে লজ্জা ভারি গুমরে মরে
হাতির মতো ট্রাক গুলো তো আচ্ছা মতো
পিঠের দাড়া তেতলে দিয়ে যাচ্ছে কতো।
রাস্তা তবু দেয় না নালিশ কারো প্রতি
হাসি মুখে নিচ্ছে মেনে নিজের ক্ষতি
তোমরা যদি রাস্তা হতে মানতে এমন
সহ্য করতে গভীর রাতের শীত কনকন ?
কিন্তু কোদাল বর্ম নিয়ে কুড়ে কুড়ে
বুকটা যখন খান খান খান ভেঙ্গে চুড়ে
টিএন্ডটি আর ডেসা মিলে নৃত্য করে
রাস্তা তখন নদীর মতো ভেঙ্গে পড়ে।
কেউ বুঝে না রাস্তা রানির বুকের ব্যাথা
দূর আকাশের ‘তারা’ নামে বলতে কথা
দুজনেরই ভাব বিনিময় রাতটা শুধু
দিনের আলো যায় কাদিয়ে বুকটা ধু ধু।