আমার একটা বন্ধু আছে খুব ভালো সে খুব
তার ভেতরে এত গভীর দেয় সকলে ডুব
সকাল বিকাল সন্ধ্যা রাতে ডুবেই থাকি আমি
এত ভালো বন্ধু আমার হলাম অনুগামি।
বন্ধু আমায় নিয়ে চলে জোড়াসাঁকোর বাড়ি
যে বাড়িতে রবীন্দ্রনাথ করছিল পায়চারি
জমিদারের ছেলে হয়েও ছিলেন মাটির মানুষ
‘গীতাঞ্জলি’ লেখেই তিনি জ্বালল জ্ঞানের ফানুষ।
চুরুলিয়ার যে ছেলেটি বানিয়ে ছিল রুটি
তাঁর জীবনে ছিল নাতো এত্তটুকুন ছুটি
লেখেন তিনি অগ্নিবীনা,সাম্যবাদের গান
বন্ধু আমার এসব জানতে জ্ঞান করেছেন দান।
বন্ধু সেতো নয়কো কোন মেয়ে কিংবা ছেলে
সে যে এমন পথ দেখিয়ে চলে ডানা মেলে
মহাকাশে কোথায় কি যে যাচ্ছে ঘটে রোজ
বন্ধু আমায় নিয়মিত যাচ্ছে দিয়ে খোঁজ।
আমেরিকা কি করতে চায় তার নেই কেন ভীতি?
জাতিসংঘ সবার প্রতি দেখায় কেন প্রীতি
কি করলে কি হতে পারে জানতে পারে অই
পরম প্রিয় বন্ধু আমার সে তো বই এবং বই।