যাচ্ছি সেদিন নদীর কাছে ডাকল আমায় নদী
রোদ্র ডেকে বলল এ ভাই সঙ্গে নিতে যদি
ও মা এ কি ! তোমায় নেব সঙ্গে করে আমি ?
বেড়াল ছানার ডাকটা শুনে একটু গিয়ে থামি।
তোমায় আমি বন্ধু ভাবি, আমায় ফেলে যাবে ?
আমায় ফেলে একা একা কোপ্তা পায়েস খাবে?
এমন সময় শালিক পাখি ডানায় উড়ে এলো
সেও নাকি সঙ্গে যাবে সব যে এলোমেলো।
পায়ে পায়ে এগিয়ে যেতেই ঘাসফড়িংয়ের দল
বলল হেসে সঙ্গি হলাম ছুটল যেনো জল
বটপাকুরে দাঁড়িয়ে থাকা হিজল গাছের ফুল
বলল হেসে চিনতে তোমায় হয়নি মোটেই ভুল।
সূর্য তখন পশ্চিমে ঠিক ডুববে নদীর জলে
দৌড়ে গেলাম নদীর কাছে জল করে টলমলে
ছোট্ট একটি নায়ে আমি ভাসছি জলের পরে
ঢেউয়ের পরে ঢেউ আসে আর সূর্য গেলো ঘরে।
রাশি রাশি জলের কণা আছড়ে পড়ে গায়
দারুন মজা পায়
সঙ্গী-সাথী সবার কন্ঠে ছুটির দিনের গান
চাঁদের বুড়ি বলল হেসে যাও দেখে আসমান
মেঘের ভেলায় ভেসে ভেসে গেলাম বহু দূর
হাওয়ার সাথে আসছে ভেসে নদীর জলের সুর।