আমি হবো বিদ্যাসাগর হয়েও গেলাম যদি
সাগর কি আর হতে পারে গাঁয়ের ছোট্ট নদী
নদী গুলো ছুটে চলে ঐ সাগরের পানে
সাগর ছুটে মহাসাগর এক আজানা টানে।
কোথায় নদী কোথায় সাগর কোথায় আছি আমি
ভাবতে ভাবতে চলার পথে হঠাৎ করে থামি
কি ভাবনা ভাবছি আমি যাচ্ছি ডুবে জলে
অকুল জলে সাঁতরে বেড়াই কূল পায় না বলে।
তবু আমার বুকের ভেতর ঢেউ খেলে যায় সুরে
রিনিক ঝিনিক শব্দ বাজে দূরে বহু দূরে
ছুটছি আমি একা একা সঙ্গি সাথী হারা
বড় হওয়ার স্বপ্ন আছে নেইকো তবে তাড়া।
চলতে পথে কে যেন এক বলল হেসে হেসে
এই যে বালক যাচ্ছো কোথায় হাওয়ায় ভেসে ভেসে?
আকাশ থেকে পড়লাম আমি ও মারে মা ডেকে
রাঙা ঘোড়ায় চড়ে আমি যাচ্ছি এঁকেবেকে ।
কোথায় আকাশ কোথায় পাতাল কোথায় পাহাড় নদী
ভাবতে ভাবতে জীবন তরী বইছে নিরবধি
পায়নি আজো শেষ ঠিকানা অজানা পথঘাট
দু’চোখ মেলে দেখছি আজো পড়ছি ধারাপাঠ।