সারাদিন পড়া পড়া
অংক কবিতা ছড়া
সাথে আরো কতকিছু
আনমনে ভাবি যেই
হারিয়ে ফেলি খেই।

আমাকে রেখোনা বেঁধে
আমি যাবো দূর দেশে
রৌদ্রের ছায়া হয়ে
পরিদের কায়া হয়ে
মেঘেদের সাথে ভেসে।

আমি যাব দূর দেশে
পানসি তরীতে ভেসে
ডাকছে আমায় পাখি
পড়াবে রঙিন ‘রাখি’
খেলে যাবো হেসে হেসে।

দূরের পাহাড় ডাকে
এসো না নদীর বাঁকে
মাছেরা করছে খেলা
জমিয়ে ভীষণ মেলা
পরিরা নাচবে দেখো
আমের শাঁখে।

দুরন্ত কিশোর মন
মানে না শাসন বাধ
ছুটে চলে দূরে দূরে
ঘুরে বেড়াই উড়ে উড়ে
মনে জাগে এই সাধ।