মেঘের ওপারে আছে আরেক মেঘের দেশ
উড়ে চলে কালো মেঘ নদীর স্রোতের মত
মেঘ বালিকারা গায় নদীর ঝরনাধারায় বেশ
হাওয়ার গাড়িতে আমি একা চলি অবিরত।
আকাশের পথ বেয়ে ভাটিয়ালি গান গেয়ে
তুলোর পাহাড় ফেলে দেখি আমি অপরূপ
মানুষের দেখা নাই ছিমছাম দেশটায়
তারাগুলো জ্বলে ওঠে কি দারুণ লাগে খুব।
সারি সারি বাড়ি ঘর নারিকেল সুপারি বন
ইলিশ মাগুর শিং কাদা মাখা সারাক্ষণ
ঘোড়ার গাড়িতে চড়ে রাজা ঘুরে দেশময়
দুই পায়ে রানি চলে ছাতা ধরে পাঁচ জন।
দিনের সূর্য নেই চাঁদের আলোয় ভরা
মাঝে মাঝে ভেসে আসে বন্য প্রাণীর ডাক
নদী আছে জল নেই বাতাসে খুশবো ছড়ায়
একদিন এই দেশ ফুল ফলে হবে পার্ক।
মেঘের ওপারে আছে আরেক মেঘের দেশ
বিজ্ঞানীরা পায়নি আজো দেশটার সন্ধান
ইরাক ইরান চীন, লেগে আছে বহু দিন
অভিযানে আমেরিকা রাশিয়া পাঠাল যান।
কার আগে যে কে যাবে মেঘের পাড়ের দেশে
বিজ্ঞানীরা মগ্ন হয়ে আজ সেই স্বপ্নে ডুবেছে।