মাকে ছেড়ে ঢাকায় থাকি একা
মনের ঘরেই মায়ের সাথে দেখা
মা আমাকে আদর করে বেশ
মায়ের আদর পেলে দাঁড়ায় কেশ।
আমার খেতে একটু দেরি হলে
অন্তরে মা খেতে বসতে বলে
কি ভাবে মা জানে ছেলের কথা
বলতে পারো ফুল পাখি ঘাস লতা।
মা আমাকে আগলে রাখে রোজ
সকাল বিকাল করেন নিজে খোঁজ
হয়ত আমি একটু হোঁচট খেলাম
ঠিক তখনই মায়ের পরশ পেলাম।
উফ! মা বলে যে দিয়েছি ডাক
মায়ের কাছে খবর পৌছায় কাক
আমার যখন একটুকু হয় ভুল
ভুল তাড়াতে মা কী যে ব্যাকুল !
মায়ের জন্য মন কাঁদে আর কাঁদে
চাকরি মানে পড়ছি যেন ফাঁদে
ইচ্ছে করে যাই ছুটে যাই বাড়ি
চাকরি তোমায় আজকে দিলাম আড়ি।
মায়ের কোলে থাকব ঘুমে চুপ
মা যে আমার বড়ই অপরূপ
মায়ের মতো এমন জানের জান
আর কোথা পাই দাও বলে আসমান।