শোন মাগো আমি তোমার দুষ্টু ছেলে বলো
আমার জন্য লোকের সাথে ঝগড়া তুমি করো
চোখের আড়াল হলে তোমার দু’চোখ ছলোছলো
আমায় নিয়ে নানা রকম স্বপ্ন তুমি গড়ো।
তুমিই বলো আমার কি দুষ্টুমি
খেলতে আমায় দাওনা বলেই চুপিসারে ছুটি
আবার যখন খুঁজতে থাকো তুমি
তোমার আঁচল তলে আমি বকুল হয়ে ফুটি।
হতচ্ছড়া বলেই যখন দাও পিটে এক ঘাঁ
ও মারে মা বলেই আমি ডুকরে উঠি যেই
পিলে তোমার চমকে উঠে লেগেছে কি আহ্
তোমার কষ্টে হাসব কি আর হারিয়ে ফেলি খেই।
এখন আমি হাঁটতে পারি, ভাঙ্গতে পারি সব
শক্তি সাহস আছে আমার তোমার ছেলে বলে
কেউ তোমাকে তুই বলবে ? তুলব গলায় রব
আকাশ পাতাল এক করে আজ দুই পায়ে যাই দলে।
আমি তোমার দুষ্টু ছেলে নয়কো মোটেই মা
শান্ত সুবোধ লক্ষি ছেলে পড়ছি তো মন দিয়ে
আমার নামে নালিশ করার, একজনও পাবে না
ভয় আছে তো তাদের মনে এই আমাকে নিয়ে।
আমার সাথে বিচ্ছুর আছে দশ বারো’র এক দল
খেলতে যারা দেয় না মাঠে শুধুই নালিশ করে
তাদের ঘরে অন্ধকারে ঢালি কলসির জল
তাদের গাছের ফল গুলো সব অকালে যায় ঝরে।
মাগো তুমি দোষ নিও না দুষ্টু তো নই আমি
আমার ভেতর আরেক ছেলে তোমার আছে জানো
সেই আমাকে মন্দ বানায় ছড়ায় তো বদনামি
যত পারো ঐ ছেলেকে আঘাত তুমি হানো।