বাস থেকে নেমে রিকসায় চেপে হাফ কিলো পথ যাও
ফুরফুরে বায়ু মনপ্রাণ ভরে নাও
ধোপা দিঘি পাড়
আম জাম ঝাড়
ডাইনে সুপারি সারি
একটু এগিয়ে সবুজ ঘাসের মাঠ পেরুলেই বাড়ি।
বাড়ি ঘিরে আছে নানা ফুল লতা
জড়াজড়ি করে বলে তারা কথা
টুনটুনি আসে ময়না ও আসে গুন গুন সুরে গায়
সবুজ মাঠের পরে আছে বিল
শিং পুঁটি কই করে কিলবিল
জাল নিয়ে তাতে সারাদিন ঘুরে
মাছ নিয়ে ফিরি বাড়ি
কই মাছ ভাজা খেতে ভারি মজা
লেখাপড়া করি তাড়াতাড়ি।
বৃষ্টিতে ভিজে অসুখ করবে তেল মাখায় মা গায়
আদর মাখানো বকুনি এখনো ডাকে আয় আয় আয়।

শীতের দিনের সকাল মানে তো মায়ের হাতের পিঠা
খেজুরের রসে ভেজানো দারুণ মিঠা
হাসি খুশি মাখা দিনগুলো বেশ
বাড়িটাকে আছে ঘিরে
যত কাজ থাক বার বার তাই ঢাকা ছেড়ে যায় ফিরে।

কিন্তু মা আজ বড় হাসিখুশি বাড়িতে আসছে ছেলে
স্বর্গের পরি হয়ে যেন ওড়ে অজানায় ডানা মেলে
আমার পথটি চেয়ে বার বার আসে পুকুরের ঘাটে
কখন আসবে খোকা মার চোখ থাকে ওই দূর মাঠে
ছোট ভাই বোন উপহার পেতে ঘিরে বসে চারপাশ
তাদের আবেগ মনের ভেতর বাড়ায় সুখের আশ।