বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে টিনের চালে গাছের ডালে
ঝমঝম ঝম শব্দ করে বৃষ্টি পড়ে খুকির গালে
ফোটা ফোটা বৃষ্টি কণা কদম ফুলের মেলছে ডানা
মেঘবালিকা যাচ্ছে ছুটে করবে কে আর মানা।
ঐ নীলকাশ ঢাকলো মেঘে বিজলি বাতি উঠছে জ্বলে
উঠোন ঘাটা পুকুর ডোবা টইটুম্বুর বৃষ্টি জলে
কাটছে সাঁতার হাঁস পাখিরা উঠোন বিলে পুকুর ঝিলে
ভেলায় করে ভাসছে দেখো দুষ্টু কিশোর সবাই মিলে।
কেউবা দেখো ধরতেছে মাছ ফেলতেছে জাল জলের তোড়ে
এমন জোরে বৃষ্টি এলো এক্কেবারে ভোরে ভোরে
ছোট্ট সোনা সম্রাট’ আজ, ইশকুলেতে যাচ্ছে না তাই
ঘরে বসে আঁকছে ছবি বৃষ্টি দেখে একা একাই।
কী অপরূপ বৃষ্টিরে ভাই কী অপরুপ বৃষ্টি ঝরে
এমন দিনে মনটা শুধু বাইরে যেতে বায়না ধরে
ভিজতে পারো বৃষ্টি জলে ছুটতে পারো মনের ঘোরে
কে কে যাবি আয় না ছুটে আয় না রে ভাই আয় না ওরে।