আজ সারাদিন স্বাধীন স্বাধীন কী যে খুশির দিন
খুশির হাওয়ায় নাচতে থাকি তাক ধিনাধিন ধিন
শান্তা সৌরভ পিন্টু মিলে দিই পুকুরে ডুব
লুকোচুরি খেলতে গিয়ে লুকিয়ে থাকি চুপ।
দখিন বিলের শাপলা তুলে খেলছি খেলা কত
পাখির বাসার ডিম খুঁজেছি আমি অবিরত
হিজল গাছের ডালে ডালে হলদে ফুলের বন
দুষ্টুমিতে করি উজাড় ছিলাম যতক্ষণ।
দুপুর বেলায় খায়নি খাবার কী হয়েছে কার
খাস্তগীরদের আম কাঁঠালের করেছি ছারখার
ঘুড়ি খেলায় কাটাকাটি, ঝগড়া ঝাটি বেশ
কাটা ঘুড়ির খোঁজে ঘুরি, ঘুড়ি নিরুদ্দেশ।
লেবু পাতার রং ধরে যেই সন্ধ্যা নামে ধীর
বাড়ির পানে ছুটছি তখন সময়টা অস্থির
আমায় খুঁজে মা- বাবা ভাই সবাই যে হয়রান
কিন্তুু আমার আজ যে ছুটি, সবাই ভুলে যান।