এই বুঝি এল ঝড়
পাতা কাঁপে থরথর
আম পড়ে ধুপধাপ
কাল বৈশাখী ঝড়।
চাল ওড়ে ডাল ভাঙে
তাল পাড়ে ধুপধাপ
মেঘ ডাকে ব্যাঙ ডাকে
হায় সে কী দৌড়ঝাপ।
ধুলাবালি যায় উড়ে
বায়ুবয় শনশন
মৌমাছি মৌবনে
ডেকে ওঠে ভনভন।
ভয়ে কাঁপে চড়ুইটা
বাসা ভাঙে ময়নার
গাছ পড়ে খেলাঘর
চাপাপড়ে নয়নার।
ছোট মেয়ে নয়নাটা
কেঁদে বলে থামো ঝড়
কেন তুমি ক্ষতি করো
ভেঙে দিয়ে বাড়িঘর।
পারবে কি গড়ে দিতে
তুলিদের ঘরটা ?
ভাঙো নাতো সাহেবের
পাকা বাড়ি দোরটা।