তোমরা আমায় যা খুশি তা বলো
তাতে কিছু যায় আসে না আমার
আমি চলব আমার মতো করে
মোটেও আমি নই পাত্র থামার।
বন্ধু আমার সকাল বেলার পাখি
টকটকে লাল সূর্য আমার সাথি
খেয়াপাড়ের ছোট্ট নায়ে বসে
রাত্রি হলে তারার মালা গাঁথি।
তোমরা আমায় পাগল ভাবতে পারো
চাঁদের সাথে ভাব জমিয়ে আমি
ঘুরি যখন চন্দ্রলোকে একা
হঠাৎ আমি একটু করে থামি।
গ্রহ থেকে গ্রহান্তরে ছুটি
সৌরজগত ঘুরতে ঘুরতে দেখি
বামন গ্রহ প্লুটো মিটি মিটি
জ্বলতে ছিল বারে বারে সে কি !
তোমরা আমায় যা খুশি তা ভাবো
আমি হব উদার নদীর মতো
আকাশ হয়ে বিশ্ব রাখব ঢেকে
তোমরা আমায় আটকাবে আর কত।