হিস হিস ট্রেন চলে বহু দূর চাটগাঁ
যেতে আহ কী মজারে আহ খুশি আহ হা
সারি সারি গাছ পালা বনানী সে ফেলে যায়
ট্রেন চলে ঝিক ঝিক চাটগাঁ যে ডাকে আয়।
ভৈরব নরসিংদী ও কুমিল্লা লাকসাম
গাছে ঝুলে থোকা থোকা কাঁচা পাকা কত আম
মনে পড়ে ছোটকালে ফাঁকি দিয়ে স্কুল
আম জাম চুরি করে বাঁধাই হুলস্থুল।
ট্রেন চলে একেঁ বেকেঁ বাজে তার হুইসেল
ঢাকা ছেড়ে আসছেরে চাটগাঁর এ মেল
দেরি কেন দেরি কেন মুঠোফোনে বাবা মা
তাড়া করে তাড়িতাড়ি বাড়ি কেন পৌঁছি না
ঢাকা থাকি সারা মাস কষ্ট কী চাপা বুকে
ছুটি পেলে বাড়ি যেতে মন কাঁদে তাই সুখে।