বৃষ্টি তুমি আসো জোরে তোমার পেখম মেলে
তেপান্তরের সবুজ মাঠে দস্যি গুলো খেলে
আসো তুমি ভীষণ বেগে ভিজিয়ে দাও সব
আজকে হবে সবুজ মাঠে বৃষ্টিরই উৎসব।
ভিজব সবাই গাইব সবাই বৃষ্টিরই গান আজ
আকাশ পাড়ায় মেঘমালাদের দারুন রকম সাজ
তোমায় বরণ করবে বলে মুখিয়ে আছে গাছ
ডুব সাতাঁরু খেলছে দেখো গাঙ্গের যত মাছ।
বৃষ্টি তুমি আসবে বলে পাখিরা গায় সুখে
কাঠ বেড়ালির দুষ্টপনা সাধ্য নেইকো রুখে
আজ সারাদিন ভিজব বলে পণ করেছি পণ
মায়ের চোখকে ফাঁকি দিয়ে করিনি শয়ন।
ধ্রুব এসে কানে কানে বলল মাঠে চল
পাহাড় থেকে আসছে নেমে অথৈ জলের ঢল
কই পুটি শিং ধরব বলে বড়শি নিলাম তাই
জলের তোড়ে বড়শি আমার ভেসেই গেলো হায়।