বিকেল মানে ছুটি ছুটি কাজ থাকে না আর
বই খাতা সব ফেলে তখন মাঠের খেলোয়াড়
তারপর তো কাদা মেখে ডুবসাঁতারু খেলা
বিকেল হলে পুবের বিলে জংলি পাখির মেলা ।

দুপুর গিয়ে বিকেল হলে মায়ের হাতের মোয়া
এমন সময় মিষ্টি সুরে ডাকে কাকাতুয়া
আমের দিনের বিকেল হলে কাঁচা আমের ঝাল
ছোটদির হাতে লবণ মরিচ চোখ দুটো হয় লাল।

বিকেল হলে কেউ করে না খেলতে মাঠে মানা
দূরন্ত মন ছুটে চলে পথ থাকে না জানা
মাঠের পরে মাঠ মিলে যায় আকাশ ডাকে আয়
চাঁদের বুড়ি চরকা কাটে সাদা মেঘের ছায়।

বিকেল হলে ঘরে ফিরে ঝাঁকে ঝাঁকে পাখি
মাঠের সবুজ ঘাসের উপর উপুর হয়ে থাকি
কি মমতা সবুজ ঘাসের বুনো ফুলের ঘ্রাণ
আধো আধো চাঁদের আলোয় যায় জুড়িয়ে প্রাণ।

বিকেল হলে মুক্ত স্বাধীন হওয়ার রেলে চড়া
পাখির ডানায় উড়ে বেড়াই আকাশ হাতে ধরা
বিকেল হলে মায়ের আদর দিদির সোহাগ ভরা
খেলতে খেলতে পড়তে পড়তে সুখের জীবন গড়া।