সকালের সোনা রোদ আলো ঝুরঝুর
কান পেতে শোনা যায় গান সুমধুর
পাখিদের গান নয় আলোর ঝিলিক
দূর মাঠে রাখালের বাঁশিসুর ঠিক।
এই সুর চেনা খুব সকলের কাছে
সবুজ ঘাসের বুকে ফডিংয়েরা নাচে
দেখেছো কি কেউ কোনো দৃশ্য এমন
খুশির দোলায় প্রাণ মন উচাটন।
নদীপাড়ে চেয়ে দেখো শাদা কাশ ফুল
আশ্বিন মাস এলো হয়নি তা ভুল
মেঘের ভেলায় চড়ে দুর্গা মা আসে
ঢাক ঢোল বেজে ওঠে আকাশে বাতাসে।
কটা দিন হাসিখুশি মিলি উৎসবে
আত্নীয় আসে ঘরে প্রিয় অনুভবে
আশ্বিনে লেগে থাকে ছুটি মাখা খুশি
ছুটি শেষে পরীক্ষা মনে মনে পুষি।