নজরুল আমাদের জাতীয় কবি
সবার মানস পটে আছে তাঁর ছবি
শৈশবে নাম তার ছিল দুখু মিয়া
তবু তিনি থামেনি তো জীবন নিয়া।
জীবনের বাঁকে বাঁকে ফুটিয়েছেন ফুল
‘সাম্যের গান’ গেয়ে ভেঙ্গে দিল ভুল
‘অগ্নিবীণা’য় তিনি জাগালেন দেশ
‘বিষের বাঁশি’তে তাঁর সুর অনিমেশ।
তাঁকে নিয়ে বাঙালির গর্ব- গৌরব
‘দোলন চাঁপা’য় তাঁর আছে সৌরভ
কখনো বা শিশু তিনি কখনো বা বুড়ো
জীবনটা ক্ষয়ে ক্ষয়ে উঠেছেন চূড়ো।
আমাদের ভালোবাসা শ্রদ্ধা গভীর
প্রতিদিন রেখে দিই শির নত শির।