একটু রোদের ছোঁয়া যদি লাগে গায়
মনটা তোমার ভরে যাবে ফর্সায়
একটু একটু পা বাড়ালে সামনেই
দেখে দেখে তাতে হারিয়ে যাবেই খেই
লাউয়ের মাচা সিম তোড় তোড় ফুল
দেখবে তো আরো পাখির দোদুল দুল।
ছোট্ট পুকুর পানায় পানায় ভর
একটু অদূরেদেখা পাবে কুড়েঘর
দুর্গা অপুর মতো করে বাস
দুধেল গরুর প্রিয় সবুজাভ ঘাস।
এই ছবিগুলো দেখলে মনের সুখে
আর কি দেখার বলবে কথা মুখে।
সূর্য হাসলে ছড়ায় আলোর মায়া
ঝরে ঝরে পড়ে হাজারো সবুজ ছায়া
রাতের আকাশ তারায় তারায় ভরা
কী অপরূপ রূপের ছবি ধরা।
এমন ছবির অরূপ দেখবে যদি
শুকিয়ে যাবেই গাঁয়ের ছোট্ট নদী
তারচে ভালোয় পাখির কন্ঠে গান
শুনতে শুনতে ভরে যাবে মন প্রাণ।
আলোর পথের যাত্রীরা কই আজ ?
দল বেঁধে খুলে দাও না আলোর ভাঁজ
আজকে সবাই গাইব রোদের গান
শ্যামল বাংলা আমার প্রাণের প্রাণ।