মুজিব নামের একটি গোলাপ ফুটছিল এই দেশে
সেই ফুলেরই সুবাস নিতো সবাই হেসে হেসে।
সবার স্বপ্ন ভালোবাসা গোলাপটিকে ঘিরে
পাকিস্তানি দুঃশাসনটা খাচ্ছিল ছিড় ছিঁড়ে।
প্রতিবাদে সেই গোলাপের বজ্রকন্ঠে ভাষণ
এক মহূর্তে টলটলায়মান আয়ুব শাহির শাসন।
দিকে দিকে রব উঠে যায় বর্গি তাড়াও সবে
এমন ফুলের গন্ধে আকুল কে হয়েছে কবে?
কৃষক মজুর জেলে তাঁতি কলের শ্রমিক যত
যুদ্ধ করে স্বাধীনতা আনতে ছিল রত।
লাল সুবুজের পতাকাটা উড়লো ঘরে ঘরে
সেই গোলাপের সৌরভে আজ বিশ্ব আলোয় ভরে।
একদিন এক দুষ্ট মালি গোলাপ নিলো ছিঁড়ে
সেই থেকে ভাই খুঁজি সবাই হাজার ফুলের ভিড়ে।
স্বপ্নে দেখি সেই গোলাপটা দিচ্ছে সুবাস হেসে
আছেন তিনি ভোরের হাওয়ায় পাখির কন্ঠে মেশে।