আকাশ তুমি কত বিশাল এবং খোলা মেলা
তোমার বুকে বসত করে রঙিন মেঘের ভেলা
গ্রহ তারা সূয্য ও চাঁদ তোমার কাছাকাছি
সবুজ ছায়ায় পাখির গানে আমরা তো বেশ আছি।
তোমার কোলে সূর্য ওঠে আমরা সকাল বলি
লাল সাদা নীল মেঘের ছায়ে আমরা যে পথ চলি
মেঘগুলো বেশ দেখায় খেলা সকাল দুপুর সাঁঝে
কখনো মেঘ বৃষ্টি নামায় কাঠ ফাটা রোদ মাঝে।
রোদ বৃষ্টির খেলা দেখে আমরা খুশি হই
আনন্দেতে নেচে উঠি খুব করি হই চই
বোশেখ জ্যষ্ঠি মাসে যখন কড় কড়ে রোদ্দুরে
পাকা আমের গন্ধ আসে মন চলে যায় দূরে।
কালো মেঘে বৃষ্টি যখন ঝড়ে টাপুর টুপুর
মাঠ ডুবে যায় ঘাট ডুবে যায় ডুবে পদ্ম পুকুর
গোধূলিতে ঠিক তখনি রং ধনুটা ওঠে
সন্ধ্যাকাশে গোলাপ হয়ে চাঁদটা তখন ফোটে।
চাঁদের আলোয় গল্প বলার আসর জমে খুব
ভূত দত্যির গল্প শুনে ভয়ে থাকি চুপ
আকাশ তুমি বিশাল এবং অনেক ভালো ভাই
তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই।