চাঁদ উঠেছে ফুল ফুঠেছে হাসছে সবাই প্রাণ খুলে
এই যে হাসি এই যে খুশি বলতে পারো কার মূলে
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদের খুশি কুড়িয়ে নাও
অনেক খুশি চাও তো আজ, হারিয়ে যাও হারিয়ে যাও ।
হারিয়ে যেতে নেইকো মানা থাকুক না পথ অজানা
হারিয়ে যাও হারিয়ে যাও রাখবে নাতো মন টানা।
যা খুশি তা করতে পারো চাইলে তোমার মন পাখি
দিনটাকে আজ নাও সাজিয়ে থাকবে না কেউ একাকি।
ঈদের দিনের স্বাধীনতা যতই পারো লুঠে নাও
রাজা হতে চাও তো তুমি আজকে রাজা সেজে যাও
রাঙ্গা ঘোড়ায় ছুটে চলো তেপান্তরের মাঠের পর
যেখানটাতে দেখতে পাবে সুখসারিদের সোনার ঘর।
কিংবা চাইলে যেতে পারো মহাকাশের ঐ গ্রহে
যেখানটাতে মেঘের ঘোড়া আস্তাবলে যায় রহে
ইচ্ছা হলে সাওয়ার হয়ে যাও হয়ে যাও দূরন্ত
আজকে তোমায় বকবে না কেউ করবে সোহাগ ছু’মন্ত।
ছু’মন্তের ছুয়ের জোরে যা চাইবে পাবে হে
আজকে খুশির ঈদ এসেছে কি আনন্দ হে হে হে।