এই খানে আমাদের স্বপ্নের বাড়ি
পাখিদের ডাকে ফুল, ডানা মেলে উড়ে
আমাদের চোখ থেকে
ঘুম যায় চলে।

সকালের সোনারোদ মিষ্টি নরম
শিশিরের কণা ঘাসে ঝিকমিক করে
আমাদের ঘরবাড়ি আলোয় ভরে।

চারিধারে গাছপালা জঙ্গল যেন
আকাশের সামিয়ানা কী যে অপরূপ
এসো এসো দেখে যাবে আনন্দ বাড়ি।

বর্ষা কদম ফুলে, ফাগুন মাদার
সুঘ্রাণ ছড়ায় কী পাগলা হাওয়া
ঝরা লাল ফুলগুলো
কার্পেট যেন।

এখানে দুঃখ নেই, চাঁদে সাদা বুড়ি
হাজার তারায় হাসে জোসনা ছড়ায়
ফুলপরি আসে রোজ
মিতালি পাতায়।

ইচ্ছে হলেই পারি যেতে দূর দেশ
পরির ডানায় চড়ে রাজার বেশে
শাসনের কিছু নেই
আমরা স্বাধীন।

ভাবছো তোমরা বুঝি কোথায় সে দেশে
সে দেশ তো আমাদের স্বপ্নের বাড়ি
সত্যি কথাটা আমি
স্বপ্নেই চলি।