আমি বায়ান্ন থেকে বাংলা ভাষায় স্বাধীন
সালাম বরকত রফিক চিরকাল অমলিন
কোন প্রতিদানে শোধিবো তাদের এ ঋণ?

তাহাদের শান চূর্ণ করে চাই না স্বাধীনতা
হৃদয় রেখে সেই চরণে জানাই কৃতজ্ঞতা
আমি স্বাধীন এই দেশের জাগ্রত জনতা।

আঘাত হানিস বায়ান্নকে করিতে সংহার
জিন্নাহদের দোসর তোরা জাতীয় গাদ্দার
অ আ ক তোদের না, তোরা বাংলা ছাড়।

ছিষট্টির ঐ ছয় দফা মুক্তি সনদ আমার
ভুলিতে চাস অবদান শফিক মনু মিয়ার!
পাষণ্ড ও বর্বর তোরা সন্তান কোন মা'র?

তোদের মনে ঊনসত্তর পায় না কভু স্থান
ভুলে যেতে চাস ভাসানী ও গন অভ্যুত্থান
জহুরুল আর আসাদের জীবন বলিদান?

মুছিতে চাস মেহেরপুরে মুজিবনগর গ্রাম
আম কাননে ছায়ায় ঘেরা মুক্তির সংগ্রাম
অস্থায়ী সরকার প্রধান তাজুদ্দিনের নাম।

জয় বাংলা স্লোগানে তোদের অন্তর জ্বলে
মন বসে না তোর ওই লাল সবুজের তলে
একাত্তরকে ভুলিতে চাস তোরা ছলেবলে!

জাহাঙ্গীর আবদুর রউফ মোস্তফা কামাল
এনে দিয়েছে যারা ঐ সবুজের বুকে লাল
তাদের স্মৃতিচিহ্নে তুই মিটাস মনের ঝাল!

নুর মুহাম্মদ মতিউর আর হামিদুর রহমান
স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাহাদের অবদান
তাদেরে ভুলে যাস তুই কোন মা'র সন্তান?

পঁচাত্তরের বর্বরতায় কাঁদেনা তোদের মন
'সো হুয়াট' বলে খুনিদের করিস সম্ভাষণ
বাংলার তোরা কেউ না শত্রুর আপনজন।

ভুলিতে চাস নব্বইয়ের সকল অঙ্গীকার
নুর হোসেন মিলনকে করিস অস্বীকার!
এই স্বাধীনতা তোর না, তুই বাংলা ছাড়।

আগুন বোমায় সন্ত্রাসে জনতার হাহাকার
গ্রেনেড হামলা দেখে ও থাকিস নির্বিকার
শত্রু তোরা স্বাধীনতার তোরা বাংলা ছাড়।

তোর বুকে কাঁপন ধরায় জনকের ভাস্কর্য
তোরা আমাদের এই স্বাধীন দেশের বর্জ্য।
তুই স্বীকৃত রাজাকার, তোরা বাংলা ছাড়।

আমার বাংলাদেশ ও লাল সবুজ পতাকা
বঙ্গবন্ধু আর জয়বাংলা আমার স্বাধীনতা
আমি স্বাধীন বাংলাদেশেরই মুক্ত জনতা।

বাংলা দেশের যত শহীদ সন্তান মোর মা'র
শ্রদ্ধা ভক্তি সালাম জানাই হাজারে হাজার
তাহাদের মান হানি করে পাবি না নিস্তার।
*****

রচনা কালঃ ১৪ আগষ্ট ২০২৪