একাত্তোরে লক্ষ্য মায়ের বুক করেছিলি খালি
সেদিন তোদের মুখে ছিল আনন্দ এক ফালি
তুই কে? তুই রাজাকার।
বাংলাকে দিয়েছিলি তুলে পাকিস্তানির হাতে
তারা আমায় খুন করেছে সকাল দুপুর রাতে
তুই কে? তুই রাজাকার।
খুন ধর্ষণ লুটপাট ছিল নিত্যদিনের খেলায়
এসব করেই বেড়াতি তোরা বেলা অবেলায়
তুই কে? তুই রাজাকার।
তোর হাসিতে উঠতো কেঁপে আমার দুখি মা
আজো বুকে কান পাতলে শোনা যায় কান্না
তুই কে? তুই রাজাকার।
তোর ভয়েতে ঘরের কোণে লুকিয়েছিল বোন
তার সম্ভ্রমে করেছিলি পাক আর্মির বিনোদন
তুই কে? তুই রাজাকার।
কতো সাধের দোকানটা নিয়েছিলি তুই লুটে
অশুর হাসি লেগেই ছিল সেদিন তোর ঠোঁটৈ
তুই কে? তুই রাজাকার।
আমার বাড়ি আমার ঘর আমার পোষা গরু
আপন ভেবে লুট করে তুই সেজেছিলি গুরু
তুই কে? তুই রাজাকার।
তোর আগুনে সোনার বাংলা হয়েছিল ছাই
ভয়ংকর সেই দিন গুলো আজও ভুলি নাই
তুই কে? তুই রাজাকার।
মিলিটারির পা চেটে ভেবেছিলি হবি রাজা
নেশায় মত্ত রক্তহুলীর খবর আজো তাজা
তুই কে? তুই রাজাকার।
ধর্মীয় লেবাসে তোদের সস্তায় কিনা খাতির
পরবেই খসে মুখোশ টা শত্রু তোরা জাতির
তুই কে? তুই রাজাকার।
ঘৃণায় মাখা নামগুলো ইতিহাসে আছে জমা
মানবতার দুশমন তুই হবে না তোদের ক্ষমা
তুই কে? তুই রাজাকার।
*****
রচনা কালঃ ৪ আগষ্ট ২০২৪