তোমার প্রেমেতে বিষ ছিল
বুঝিনি তা আগে বুঝিনি
তোমাকে ভালো বেসেছিলেম
তাই অন্য কিছু খুঁজিনি।
আমি চাইনি হতে বাগানের কোনো ফুল
অথবা সাজানো বাহারি কোনো পাতা
তুমি তাহা-ই তো ভেবে নিয়েছ
তাই কুড়িয়ে নিয়েছ হাতে
সুবাস ফুরালে অবশেষে ছুড়ে
ফেলেছ ফুটপাতে।
তবুও মনে রেখো
আমি ভালো বেসেছিলেম
মিথ্যে ছিল না মনের বাসনা
অতৃপ্ত এই প্রেম।
তুমি বাঁধিয়া তোমার প্রেমের নীল ফ্রেমে
দিয়েছ আমারে বিষময় ভালোবাসা
আমি স্বপ্ন সাগরে ভেসে
নীল হয়ে বেদনাতে
চলতে চলতে জীবনের গতি
থেমে গেছে অজানাতে।
তবুও মনে রেখো
আমি ভালো বেসেছিলেম
মিথ্যে ছিল না মনের বাসনা
অতৃপ্ত এই প্রেম।
*****
রচনা কালঃ ১৩ জুন ২০২৩