বাপ ভাইয়ের মান রাখতে
বসছি বিয়ের পিঁড়িতে
না হয় তোমার সাধ্য হতো
রাখবে পা ঐ বাড়িতে!

তাদের কাছে বিয়ের সনদ
ছিল অনেক দরকারি
তাই কি আমি যা শিখেছি
হেলায় দেব সব ছাড়ি?

থাকবো কারো অধীন হয়ে
আমি নইতো সে মতন
আশৈশব যা দেখছি চোখে
করেছি সেই রূপ ধারন।

ভেবে দেখো তোমার সাথে
আমার কত ব্যবধান
আমার আছে অনেক কিছু
তুমি একটা ভাসমান।

তোমার আমার তুলনা তো
কোন দিকেই মিলেনা
বংশ আমার বিশাল অতি
জন্ম খালে-বিলে না।

আমার বাপ ভাইকে দেখো
ভাবে সাবে খানদানি
তোমার কত মুরোদ আছে
আমি কিন্তু সব জানি।

বিদ্যা শিক্ষা যাই থাকুক না
অহং আমার শক্ত বেশ
মামাদের বর মাথার উপর
নাহি মনে ভাবনা রেশ।

তোমার রুচি ইচ্ছা আরজি
এসব আমার হবে না
হোক না যতোই শাস্ত্র মতো
আমার মনে ধরবে না।

আমার মতই চলবো আমি
বদলাবে এ সাধ্য কার
আমার যা চাই দিতেই হবে
এটা আমার অধিকার।

তোমার দুঃখ তোমার ক্লেশ
ভাবনাতেও রাখি না
চলবো আমি নিজের মতই
কি হয় হবে ভাবি না।

কে ছোট আর কেই বা বড়
ছাড়তে হবেই ভাবনা
অসীম জীবন একলা রবে
সঙ্গে কিছুই যাবে না।

বলছি ও মন থাকতে সময়
আসল তালাশ কর
কোন হেতুতে গড়ল তোরে
ঐ মহান কারিগর।
*****

রচনা কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২২