এতোটা কাল আমি কাটিয়েছি একা
সুন্দর এই ভুবনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।
অধরা যে তুমি অধরা-ই রবে
কেঁদে যাব আমি একা নিরবে
তোমারে পাওয়া তো হবে না আমার
রহিব যে তুমি বিহনে।
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।
তব আশে মোর আসিলে মরণ
হাসি দিয়ে তারে করিব বরণ
সকল আশা মোর দিয়ে বিসর্জন
ফিরে যাব চির বিজনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।
এতোটা কাল আমি কাটিয়েছি একা
সুন্দর এই ভুবনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।
*****
রচনা কালঃ ৬ অক্টোবর ২০২২