আমি মমতাময়ী মাকে দেখেছি
দেখেছি স্নেহের কন্যা
আবার দেখেছি বোনের চোখে
স্নেহ ভালোবাসার বন্যা।

এমন অনেক নারী ও দেখেছি
নিজেকে করে পণ্য
জনে জনে রূপ দেহটা বিলায়
পথে-ঘাটে যেন বন্য।

কেহবা করে পেটের দায়ে
কেহ করে বিলাসিতা
কেহবা মিটায় দেহের চাহিদা
ভুলে গিয়ে মাতা পিতা।
*****

রচনা কালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫