নাইবা যদি বাসবো ভালো
কেন পাই এত সুখ?
যদি দেখে ফেলি একবার ফিরে
প্রিয়সীর প্রিয় মুখ।
  
নাইবা যদি বাসবো ভালো
তার সুখে কেন হাসি?
তার ভালোলাগা, চাওয়া-পাওয়া নিয়ে
কেন ভাবি দিবানিশি।

নাইবা যদি বাসবো ভালো
কেন তারে বুকে রাখি?
তার কথা, গান, হাসি, অভিমান
নিয়ে কেন মাখামাখি।

নাইবা যদি বাসবো ভালো
কেন কাঁদে এত মন?
তাহাতেই কেন জমা করে রাখি
আমার বুকের ধন।

নাইবা যদি বাসবো ভালো  
কেন আশা বেঁধে রাখি?
তাহার লাগিয়া নিরবে নিশিথে
কেন ঝড়ে দুটি আঁখি।

নাইবা যদি বাসবো ভালো
কেন বাঁধে এত ক্লেশ?
তাহাতেই কেন খুঁজিয়া বেড়াই
সকল সুখের রেশ।

নাইবা যদি বাসবো ভালো
কেন সবকিছু ছাড়ি?
তাহাতেই কেন এহৃদয় বেঁধে
স্বপ্ন প্রাসাদ গড়ি।
***

রচনাকালঃ ১৩ সেপ্টেম্বর ২০০৫