ওগো মেধা তুমি কার?  
দেশ গড়িতে বীরের বেশে
জাতি ও ধর্ম নির্বিশেষে
মানবতার প্রত্যয় আছে যার,
তুমি কি তাদের অলংকার
নাকি অবাধ্য জনতার?

ওরা সাম্যবাদের স্বপ্ন পাঠায়
সুনীল খামে
শিক্ষা গুরুকে লাঞ্চিত করে
তোমার নামে!

যেই স্বাধীনতা এনেছি মোরা
অনেক দামে
সেই স্বাধীনতা বেঁচতে চাইছে
তোমার নামে।

ওগো মেধা তুমি কার?  
দেশপ্রেমে বলিয়ান তুমি কি
আমার অহংকার
নাকি অবাধ্য জনতার?

সবুজের বুকে লাল সূর্য টা
পাওয়া সংগ্রামে
খামচে ধরে করছে বিলিন
তোমার নামে।

ওরা স্বাধীনতার কথা বলে
লুটতে নামে
আগুন জ্বালায় ভাঙ্গে চুরে
তোমার নামে।

ওগো মেধা তুমি কার?  
দেশের দশের মান বাড়াতে
মগজ যাদের ধার
নাকি অবাধ্য জনতার?
*****

রচনা কালঃ ২৪ আগষ্ট ২০২৪