কথা ছিল রাতটা হবে ভরা পূর্ণিমার
কথা ছিল রাতটা হবে নিশাচর পাখিদের
কথা ছিল রাতটা হবে অপরূপা জোনাকির
কথা ছিল রাতটা হবে শুধু তোমার আর আমার।
অবাক বিস্ময়ে দেখি-
তিমির রাতের আধার আজ হার মেনেছে
উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান বাস ট্রেন অফিস
আর কারখানায় ধাউ ধাউ করে জ্বলে ওঠা
আগুনের লেলিহান শিখার কাছে!
কথা ছিল নিশুত রাতে ঝিঁ ঝিঁ পোকার গান শুনবো।
কথা ছিল নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দে
ভয় পাওয়ার ওসিলায় তোমায় জড়িয়ে ধরবো।
কথা ছিল নিস্তব্ধ রাতের আলো-আঁধারিতে
তোমায় আলিঙ্গন করে খুব কাছ থেকে
নিঃশ্বাসের শব্দ শুনবো।
অবাক বিস্ময়ে দেখি-
নিঝুম রাতের নিস্তব্ধতা আজ হার মেনেছে
চারিদিকে চোর ডাকাত তাড়াতে প্রহরির চিৎকারে,
মিছিল স্লোগান ককটেল শব্দ বোমার আওয়াজে,
পুলিশ সেনাবাহিনীর বুটের ঠকঠক শব্দ আর
বন্দুকের গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দে।
রাত কি বা দিন সারাটা শহর জুড়ে যেন
এক গুমোট আতঙ্ক বিরাজ করছে
যেকোনো সময় এর বিস্ফোরণ হবে!
নেতার বিরুদ্ধে নেতা ছাত্রের বিরুদ্ধে ছাত্র
শ্রমিকের বিরুদ্ধে শ্রমিক কবির বিরুদ্ধে কবি
শিল্পীর বিরুদ্ধে শিল্পী!
এমন তো কথা ছিল না!
*****
রচনা কালঃ ২৫ নভেম্বর ২০২৪