অ আ ক খ মায়ের ভাষা দেশটা মোদের প্রাণ
এই খানে কেউ মারলে খোঁচা বুকে লাগে টান।
এই দেশটার জন্য আমরা যেমন পারি মরতে
তেমনি দুই হাতে পারি সোনার বাংলা গড়তে।
এই দেশটা করতে স্বাধীন আমরা দিয়েছি প্রাণ
মোদের সাথে লড়াই ফেলে পালিয়ে ছিল খান।
তোদের বেশে চাইছে নিতে পরাজয়ের শোধ
বুঝবি যখন উঠবে জেগে বাঙ্গালীদের বোধ।
তোদের ঘাড়ে চেপেছে ভুত, পশ্চিমা শয়তান
বাংলাকে চাস রিসেট দিয়ে করতে পাকিস্তান!
রিসেট দিয়ে বাংলাকে বল ডাকবি মা'কে কি
কার সাথে তুই করবি রিসেট প্রাণের আকুতি?
যাদেরকে তাড়িয়ে আমরা, গড়েছি এই দেশ
বিতাড়িত ওই শয়তানে ধরেছে তোদের বেশ।
যাদেরকে এই বাঙালিরা করেছিল খান খান
চাস কি ওদের এনে দেশটা করবি পাকিস্তান?
আমার এদেশ গৌরবে ভরা আছে বারোমাস
চাইলেই কি রিসেট দেওয়া যায় রে ইতিহাস?
যতই থাকিস মুখোশ পরে ভদ্রলোকের ছানা
দেশবাসী চিনেছে তোদের আসল স্বরূপ খানা।
যেই বাঙালিরা ভয় করেনি পাকিস্তানি সেনা
তোরা তো হলি চুনোপুঁটি তাদেরই ছানাপোনা।
জেগে আছে এই দেশের লাখোকোটি সন্তান
জীবন গেলেও রাখবো ধরে স্বদেশের সম্মান।
*****
রচনা কালঃ ৪ অক্টোবর ২০২৪