(মুজিব বর্ষ উপলক্ষে পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।-৩)
ফাঁসির মঞ্চ ফাঁসির দড়িটা
সব কিছু আছে তৈরি
ক্ষমা নেই তোর পরিবেশটা
যতই থাকুক বৈরী।
তোরা তো ছিলি বাংলাদেশি
পাকিস্তানের খাঁন না!
পিশাচ হৃদয়ে পৌঁছেনি কি
শেখ রাসেলের কান্না?
রাসেল যখন বলছিল কেঁদে
"মায়ের কাছে যাবো"
হায়েনার হাসি হেসেছিলে তুই
কেমনে ভুলে যাবো?
সাধু সেজে তুই যতই থাকিস
দাঁড়িতে লুকিয়ে মুখটা
পশুর চেয়েও হিংস্র যে তুই
চিনে গেছি সেই রূপটা।
মানবতা আজ প্রহর গুনছে
প্রহর গুনছে দেশটা
জালিম হায়েনা পাপিষ্ঠ তোর
ঝুলবে কখন লাশটা।
*****
রচনাকাল: ১০ এপ্রিল ২০২০