ও ক্ষ্যাপা তোর মনে কিসের জ্বালা?
তোর অন্তরে আছে যত দুঃখ ব্যথা
হৃদয়ে পুষে রাখা না বলা সব কথা
মনের সিন্দুকে তা দিয়ে রাখ তালা
ক্ষ্যাপা তোর কিসের এতো জ্বালা।
শুনিতে আছেন বসে মনের মহাজন
ক্ষ্যাপা তোর মনের যত ব্যথা আছে
কেনো রে বলে বেড়াস পরের কাছে
কে আছে আর রাঙাইবে তোর মন
ঐ বিধি ছাড়া কে আর আপনজন?
ওরে ক্ষ্যাপা তুই কাঁদিস কেনো বল?
গড়েছেন তোরে এক নিপুন কারিগর
সুখ দুঃখ যাহাই আসে জয়ধ্বনি কর
কি সুখের আশায় করিস কোলাহল
মুছরে ও ক্ষ্যাপা তোর নয়নের জল।
সুখের লাগি ছুটাছুটি তোর কর্ম নয়
কি আশায় দেখিস তুই বেহুদা স্বপন
ভাগ্য দাতা জীবনটা লিখেছেন যখন
নিয়তি বরণ করেই করতে হবে জয়
ও ক্ষ্যাপা করিয়া যা সুখের অভিনয়।
*****
রচনা কালঃ ৯ মার্চ ২০২৫