ভালোবাসি লাল সবুজের সোনার বাংলাদেশ
কি যে! শোভা ঐ রুপে দেখি আমি অনিমেষ।
তোমার মলিন মুখ দেখে কাঁদে না যার অন্তর
লুটেরা ওরা রাজাকার ছিল থাকিবে নিরন্তর।
জয়বাংলা, বাংলার জয় বাংলা দেশের প্রাণ
বীর জনতা মন ভরে গাও জয় বাংলার গান।
'আমার সোনার বাংলা' শুনিলে যাদের জ্বলে
একাত্তোরে তারা ছিল ওই হানাদারদের দলে।
আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী
তাদের কভু লাগেনি ভালো শুনে এই রাগিনী!
তাদের জন্যে লক্ষ মা বোনে হয়েছে বিরঙ্গনা
তাদের জন্যে রক্তে ভেজা দেশের মাটি কণা।
একি শুনছি! তারা এখন বাংলার কথা বলে
অভিমানে ক্ষোভে কষ্টে আমার অন্তর জ্বলে।
নির্বাক মম বোবা কান্নায় উবে যায় নিঃশ্বাস
স্বাধীনতার চেতনাকে তারা করিছে উপহাস!
বিজয়ের সেই দিন বুঝি পারেনি ভুলে যেতে
ছদ্মবেশে এসেছে তাই সেদিনের শোধ নিতে।
শকুনের মতো খামচে ধরছে দেশের পতাকা
মুছে দিতে সব ইতিহাস ওরা গড়ছে একতা।
অবহেলে আর ঘুমাইওনা জাগো হে বাঙালি
চেয়ে দেখো ঐ মায়ের বুক করছে কে খালি।
রুখে দিতে হবে দেশবিরোধী যত সব চক্রান্ত
স্বাধীন এ বাংলা মুক্ত করে তবেই হবো শান্ত।
*****
রচনা কালঃ ১১ জানুয়ারি ২০২৫