দুইটি পাখি বাঁধলো বাসা
মন বাগানের ডালেরে
দিনে ও রাতে পাখি আমায়
প্রেমের কথা বলেরে।
কতইনা মধুর সুরে
পাখি আমায় ডাকেরে
একটু খানি দূরে গেলেই
মন মানেনা আহারে।
বুলবুলি আর ময়না টিয়া
কত নামের বাহারে
ডাকি তবু মন ভরেনা
আমার পোষা পাখিরে।
আমার পরাণ পাখিরে
দুঃখ সুখের সাথীরে
স্বপ্নে সুখে জড়িয়ে রাখে
কতোই সোহাগ আদরে।
পাখির লাগি জীবণ বাজি
রাখি দিবানিশিরে
এতো ভালোবাসি তবু
মিটেনা পিয়াশারে
পাখি আমার আশারে
সকল ভালোবাসারে
দুইটি পাখির প্রাণে আছে
আমার জীবণ বাঁধারে।
দুইটি পাখি বাঁধলো বাসা
মন বাগানের ডালেরে
দিনে ও রাতে পাখি আমায়
প্রেমের কথা বলেরে।
====
রচনাকালঃ ২২ জানুয়ারি ২০১৭
উৎসর্গঃ আমার প্রাণপাখি দুই সন্তান। তাদের প্রতি অনেক অনেক দোয়া।