তোমায় ভীষণ পড়ছে মনে
এই গহীন আঁধারে
তোমার ছায়া তোমার আঁচল
খুঁজছি শূন্য ঘরে।
তুমি ছাড়া কে আছে আর
বাসবে আমায় ভালো?
দুঃখের দিনে তিমির আঁধারে
জ্বালিয়ে দেবে আলো।
তোমার আদর সোহাগ বিনে
আমি যে দিশেহারা
পারছি না আর বাঁচতে মাগো
আমি তোমায় ছাড়া।
মাগো আমায় তোমার কাছে
কখন নিবে ডেকে?
তোমার স্নেহের পরশ দিয়ে
কষ্ট দেবে ঢেকে।
খোদা তোমায় বাসুক ভালো
যেমন বাসতে আমায়।
আকুল হৃদয়ে দরবারে তাঁর
নিত্য নয়ন ভাসাই।
*****
রচনা কাল: ১ ফেব্রুয়ারি ২০২৩