ভূতের দেশে এসেছিলাম
পেলাম না ভুতের দেখা
ভূত গেল কই ভূত গেল কই
ওই তো আছে নাম লেখা।

গেছু ভূত আর মেছু ভূতের
আছে কত নাম জানা
মন কাড়া ও ধন কাড়া ভূত
পেলাম না তার ঠিকানা।

ভূত দেখতে এদিক সেদিক
ঘুরছি সারা শহরময়
না পেয়ে তাই ভাবছি শেষে
এটা আমার কর্ম নয়।
*****

রচনা কালঃ ১৭ জানুয়ারি ২০২৪