কেউ চেটে খায়
কেউ খেটে খায়
কেউ মেরে খায়
কেউ কেড়ে খায়
সবাই খাওয়ায় মত্ত।
কেউ লুটে খায়
কেউ পুটে খায়
কেউ বসে খায়
কেউ শুয়ে খায়
তবুও সুখী নয় চিত্ত।
কেউ ছিলে খায়
কেউ গিলে খায়
কেউ ঢেলে খায়
কেউ ফেলে খায়
তবুও যায় না ক্লান্তি।
কেউ দিয়ে খায়
কেউ নিয়ে খায়
কেউ পেলে খায়
কেউ মিলে খায়
একত্রে খুঁজে শান্তি।
*****

রচনা কালঃ ০৫ অক্টোবর ২০২৪